লাভবান হতে যাচ্ছে চীন , যুক্তরাষ্ট্রের ক্ষতি, ট্রাম্পের হাতে


newsagartala24.com Images

আগরতলা, Mar 03, 2025, ওয়েব ডেস্ক থেকে


 ‘ট্রাম্প তার পূর্বসূরিদের চেয়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি অনেক বেশি ক্ষুণ্ণ করেছেন’।

তার মতে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের খ্যাতির এতটাই ক্ষতি করছেন যে, তা চীনের জন্য বিশেষ করে তাইওয়ানের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারে।

সম্প্রতি বেইজিংয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ২০২৪ সালে ট্রাম্প বলেছিলেন, তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয়ের জন্য অর্থ দিতে হবে। যদিও স্বায়ত্তশাসিত দ্বীপটি ইতোমধ্যেই মার্কিন অস্ত্রের জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করছে।

তাইওয়ান এ বছর আরও ৭-১০ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার কথা ভাবছে। তবে ঝো প্রশ্ন তুলেছেন, ‘ট্রাম্প প্রশাসনের অধীনে তাইওয়ানিরা যুক্তরাষ্ট্রের ওপর কতটা আস্থা রাখতে পারবে?’

চীনের সাবেক এই জ্যেষ্ঠ কর্নেল বলেন, ‘হয়তো একদিন তাইওয়ানের 

জনগণ ভাববে—আমরা তো যেতেও পারবো না। আমাদের এখানেই থাকতে হবে। তাহলে হয়তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতির অংশ হওয়াটা খারাপ কিছু না’। ২০২৪ সালে তাইওয়ানের স্বাধীনতাপন্থি ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের তাইওয়ানিদের মধ্যে চীনের চেয়ে নিজেদেরকে তাইওয়ানি হিসেবে পরিচয় দেওয়ার প্রবণতা বেড়েছে।
                                                                 

 

   যুগান্তর